ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সরকারের বিরুদ্ধে বলিনি, বরং প্রতিবাদ করেছি’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩০ জুলাই ২০২১   আপডেট: ২২:৪৫, ৩০ জুলাই ২০২১
‘সরকারের বিরুদ্ধে বলিনি, বরং প্রতিবাদ করেছি’

ফাইল ছবি

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর আদালতকে বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। বরং কেউ বললে তার প্রতিবাদ করেছি।’

শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শুনানিতে একথা বলেন হেলেনা জাহাঙ্গীর। 

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক শেখ শাহানুর রহমান হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ কয়েকজন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালত হেলেনা জাহাঙ্গীরের বক্তব্য শুনতে চাইলে তিনি বলেন, ‘আমি সরকারের লোক। সরকারের সাথেই আছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই রাজনীতি করি। আমি আওয়ামী লীগের একজন কর্মী। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ২৫টি দেশ সফর করেছি। আর আমাকে যে বহিষ্কার করা হয়েছে, তার কাগজ আমি এখনও পাইনি। কাজেই আমি এখনও আওয়ামী লীগের সাথেই আছি।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলিনি। বরং কেউ যদি আমেরিকা বা কানাডা থেকে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, সরকারের বিরুদ্ধে কথা বলে, আমি তার প্রতিবাদ করেছি। আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা কখনো বলিনি।’

ঢাকা/মামুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়