ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লকডাউনের নবম দিনে রাজধানীতে ৪৮১ জন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৩১ জুলাই ২০২১  
লকডাউনের নবম দিনে রাজধানীতে ৪৮১ জন গ্রেপ্তার

চলমান লকডাউনের নবম দিন শনিবার (৩১ জুলাই) রাজধানীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানিয়েছেন, সরকারি নির্দেশনা অমান‌্য করায় শনিবার রাজধানীতে ২০২ জনকে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। এছাড়া, ট্রাফিক পুলিশ ৪৪০টি গাড়িকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

পুলিশ জানায়, লকডাউনের নবম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব‌্যাহত আছে। বসানো হয়েছে চেকপোস্ট। এর পাশাপাশি চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়