ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সড়কে ঘোরাঘুরি, ৩৪ জনকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ৪ আগস্ট ২০২১  
সড়কে ঘোরাঘুরি, ৩৪ জনকে জরিমানা

সরকারি বিধি-নিষেধ অমান্য এবং বিনা কারণে ঘুরাঘুরি করার অপরাধে ৩৬ জনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাদের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে র্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাবের পরিসংখ্যানে দেখা গেছে, কঠোর লকডাউনের ১২ তম দিন বিধি-নিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র্যাবের ১৭৬টি টহল ও ১৭৬টি চেকপোষ্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে ১০ টি ভ্রাম্যমাণ আদালত এসব ব্যক্তিদের জরিমানা করেন।

র‍্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক ইমরান খান রাইজিংবিডিকে বলেন,'স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।
 
র‍্যাব জানায়, যাদের জরিমানা করা হয়েছে তাদের বেশিরভাগই বাইরে বের হওয়ার উপযুক্ত তথ্য প্রমাণাদি আদালতের কাছে দেখাতে পারেননি। তারা বিভিন্ন-শ্রেণি-পেশার মানুষ। আর যেসব তথ্য দিচ্ছেন এগুলোর সঙ্গে বাস্তবের কোন মিলও পাওয়া যাচ্ছে না। জরুরি প্রয়োজন ছাড়া বিনা কারণে কেউ যেন সড়কে বের না হন সেজন্য সবার প্রতি অনুরোধ করেছে সংস্থাটি।

উল্লেখ্য গত ২৩ জুলাই থেকে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার কঠোর লকডাউন ঘোষণা করে। যা আগামী ৫ আগস্ট পর্যন্ত ছিল। তবে মঙ্গলবার লকডাউন আরো ৫ দিন বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা/মাকসুদ/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়