ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২০ আগস্ট ২০২১   আপডেট: ২২:৩২, ২০ আগস্ট ২০২১
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা)।

প্রসঙ্গত, ২০০২ সালে এক মুক্তিযোদ্ধার অসুস্থ স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। 

অভিযোগ আছে, সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস‌্য হাবিবুল ইসলাম ও তার সমর্থকরা এ হামলায় জড়িত। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় আদালতের আদেশে আরেকটি মামলা দায়ের করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়