ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাথরুমে পড়েছিল দুই গৃহকর্মীর মরদেহ: পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৩ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৫৮, ২৩ আগস্ট ২০২১
বাথরুমে পড়েছিল দুই গৃহকর্মীর মরদেহ: পুলিশ

রাজধানীর বনানীর একটি ভবনে আগুনে পুড়ে দুই গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন মিম ও স্বপ্না। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। তবে ওই বাসায় কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, ওই ভবনে কিভাবে আগুন লেগেছে এবং তারা কিভাবে মারা গেছে, তা তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।

দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রাসেল শিকদার রাইজিংবিডিকে বলেন, রোববার (২২ আগস্ট) রাত ১টার পরপর বনানী ৩ নম্বর রোডের ৭৯ নম্বর ১০ তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চার তলার একটি  বাথরুম থেকে ওই দুই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

/মাকসুদ/এসবি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়