ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রায়ে সন্তোষ বা অসন্তোষ প্রকাশের অবকাশ নেই: জুলহাজের ভাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩১ আগস্ট ২০২১  
রায়ে সন্তোষ বা অসন্তোষ প্রকাশের অবকাশ নেই: জুলহাজের ভাই

মাহবুব রাব্বী তনয় ও জুলহাজ মান্নান (ফাইল ফটো)

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যা মামলার রায় প্রকাশের পর জুলহাজের ভাই মিনজাহ মান্নান ইমন তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ঘাতকরা অজ্ঞাত। আমি সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারিনি। তাই রায়ে সন্তোষ বা অসন্তোষ প্রকাশের অবকাশ নেই। রাষ্ট্রের দায়িত্বশীল যারা পুরো প্রক্রিয়ায় যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন, এক্ষেত্রে তাদের মতামত নেওয়াই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে। আমি তদন্ত করে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও উপযুক্ত বিচার চেয়ে মামলা করি। দীর্ঘদিন পর আজ রায় হয়েছে।’

মঙ্গলবার (৩১ আগস্ট) জুলহাজ ও তনয় হত‌্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

পলাতক মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়া ওরফে মেজর জিয়াসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলো—আকরাম হোসেন (পলাতক), মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পলাতক দুই আসামি সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় জানতে আদালতে আসেন জুলহাজ মান্নানের ভাই মিনজাহ মান্নান ইমন ও তনয়ের মামা মাহফুজুর রহমান খান।

২০১৬ সালের ২৫ এপ্রিল বিকেলে রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়