ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নারী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৩৬, ৫ অক্টোবর ২০২১
ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নারী গ্রেপ্তার

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের দায়ে নুসরাত শাহরিন রাকা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৪ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটক করে র‌্যাব। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাকাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

অভিযোগ উঠেছে, দেশি-বিদেশি একটি চক্র দেশের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বিদেশে বসে ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্র বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, যা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। কতিপয় এ দেশীয় এজেন্ট ডিজিটাল প্ল‌্যাটফর্ম ব্যবহার করে তাদের সহযোগিতা করছে। এ বিষয়ে তদন্ত করে রাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

উল্লেখ‌্য, নুসরাত শাহরিন রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়