ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাটারায় উদ্ধার অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১০ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৪৮, ১০ অক্টোবর ২০২১
ভাটারায় উদ্ধার অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে

ভাটারা থানা। সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত নারীর মরদেহ শনাক্ত করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। তার নাম শিপন আখতার (৩০)। নিহতের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়। তার বাবার নাম আব্দুল কুদ্দুস।

রোববার (১০ অক্টোবর) বিকেলে র‌্যাব হেড কোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান জানান, ঘটনাস্থল থেকে র‌্যাবের ফরেনসিক টিম আলামত সংগ্রহ করে। পরে প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।

এর আগে রোববার (১০ অক্টোবর) দুপুরে ভাটারা থানার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের একটি প্লটের কাছ থেকে ওই নারীর মরদেহ থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন নিকটস্থ থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন আলামত সংগ্রহ করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে নিয়ে গেছে পুলিশ। এ বিষয়ে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মাকসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়