ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৈকতের নেতৃত্বে রংপুরে হামলা: র‌্যাব 

জেষ্ঠ পতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৩৫, ২৩ অক্টোবর ২০২১

রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, সৈকতের নেতৃত্বে রংপুরে হামলা হয়। 

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন র‌্যাবের মুখপাত্র ও আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

তিনি বলেন, ‘সৈকতের নেতৃত্বে ওই হামলা হয়। এরপরই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ তৈরির চেষ্টা করে।’ 

খন্দকার আল মঈন বলেন, ‘র‌্যাবের সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রাতে শুক্রবার টঙ্গী এলাকা থেকে সৈকত ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য দেয়। সাম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে ইতিমধ‌্যে বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যাচারের মাধ্যমে স্থানীয় জনসাধারনকে উত্তেজিত করে তোলে। এছাড়া, সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে। তার নেতৃত্বে বেশ কয়েকজন হামলায় সরাসরি অংশগ্রহণ করে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঘটনার পরে আত্মগোপনে চলে যায়।’

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়