ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সিআইডি কার্যালয় পরিদর্শন করলেন কোরিয়ান হাইকমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১০, ২৬ অক্টোবর ২০২১  
সিআইডি কার্যালয় পরিদর্শন করলেন কোরিয়ান হাইকমিশনার

মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন কোরিয়ান হাইকমিশনার এইচ ই লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার (২৫ অক্টোবর) তারা সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রতিনিধিদলকে পুলিশের এ সংস্থার বিভিন্ন ল্যাব ঘুরে দেখানো হয়।

রাতে সিআইডির একটি সূত্র আরও জানায়, দুপুরের পর প্রতিনিধিদলের সদস্যরা সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পাশাপাশি তারা ফরেনসিক, ডিএনএ ও ফটোগ্রাফি ল্যাব ঘুরে দেখেন। প্রতিনিধি দলের সদস্যরা সিআইডির প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম দেখে অভিভূত হন।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে বলেন, ‘কোরিয়া সরকার সিআইডিকে ইতোমধ্যে ফরেনসিক ল্যাবসহ বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে। বিশেষ করে যেগুলো মামলার তদন্তের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে সেগুলো। তারই অংশ হিসেবে প্রতিনিধিদল সিআইডি কার্যালয়ে এসে বিভিন্ন ল্যাব ঘুরে দেখেন।’

মাকসুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়