ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বুয়েটের শিক্ষক নিখিলকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২১ নভেম্বর ২০২১  
বুয়েটের শিক্ষক নিখিলকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নিখিল রঞ্জন ধর

সরকারি পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২১ নভেম্বর) নিখিল রঞ্জন ধরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক নিখিল রঞ্জন ধর বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান ছিলেন। সম্প্রতি সরকারি পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়