ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’র ১০ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৪ নভেম্বর ২০২১  
কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’র ১০ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীর একটি কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ‘কিং অব রূপসা’ নামে এ গ্যাংয়ের সদস্যরা নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

গ্রেপ্তার সদস্যরা হলো- লবনচরা থানাধীন আল আমিন সড়ক সুইচগেট এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে মো. শাহীন হাওলাদার (১৭), মোক্তার হোসেন সড়কের সুলতান আলী শেখের ছেলে শফিকুল ইসলাম অপু (১৭), মো. নাসির হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (১৭), মো. রুহুল আমিনের ছেলে মো. মেহেদী হাসান রিমন (১৭), আকমান শেখের ছেলে হৃদয় শেখ (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. হৃদয় (১৬), শফিকুল ইসলাম বাদলের ছেলে মো. মিরাজুল ইলাম রাতুল (১৭), শিপইয়ার্ড মোড় এলাকার মো. আব্দুল ওহাব শেখের ছেলে মো. রাতুল ইসলাম জিসান (১৫), কাদের ভাণ্ডার গলির মো. রফিকুল ইসলাম রাজার ছেলে মো. মৃদুল হাসান তনু (১৭), ইসলামবাগ সড়কের মো. মিরাজ গাজীর ছেলে মো. ফেরদৌস গাজী (১৭)।

র‌্যাব অধিনায়ক জানান, ২৩ নভেম্বর গভীর রাতে সদর কোম্পানির একটি অভিযানিক দল নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এসকল সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপর এক অভিযানে খুলনার বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মো. মেহেদী হাসান হৃদয় (২০) নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি হৃদয় টুটপাড়া আমতলা এলাকার শেক নজুল ইসলামের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে। 

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়