ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:২৫, ৯ ডিসেম্বর ২০২১
বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ

পুরান ঢাকার কোতোয়ালি থেকে বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে র‌্যাব। এ সময় এক জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১০ থেকে এ তথ‌্য জানানো হয়। 

র‌্যাব জানায়- বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৭৩৪ পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের সদস্য সোহদেব ব্রাহ্মণকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব দাবি করছে, গ্রেপ্তারকৃত সোহদেব পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সদস্য। সে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

মাকসুদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়