ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৫৬, ১৪ জানুয়ারি ২০২২
টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থানার দরগারছড়া এলাকা হতে ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সয়ম সাগর পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে লোকটি হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে কোস্টগার্ড সদস্যরা ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি পঞ্চাশ লাখ টাকা। 

তিনি বলেন, পরবর্তী জব্দকৃত ক্রিস্টাল মেথ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়