ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাফ ভাড়া না নিয়ে শিক্ষার্থীদের মারধর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২২  
হাফ ভাড়া না নিয়ে শিক্ষার্থীদের মারধর

তিতুমীর কলেজের দুই শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে তাদের দু’জনের কাছ থেকে মঞ্জিল পরিবহনের স্টাফরা হাত ঘড়ি ও মানিব্যাগ কেড়ে নেয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ৭-৮টি বাস আটক করে বিক্ষোভ করছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘হাফ ভাড়া নিয়ে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করেছে। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। আশা করছি শিগগিরই সমাধান হয়ে যাবে।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাখালী কাঁচাবাজার থেকে নাহিদ ও দুর্জয় নামে অর্থনীতি বিভাগের দুই ছাত্র খিলক্ষেত যাওয়ার জন্য মঞ্জিল পরিবহনে উঠে। ছাত্র বলে হাফ পাসের ভাড়া দিতে গেলে হেলপার ফুল ভাড়া দাবি করে। এক সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় চালক-হেলপার মিলে তাদের মারধরও করে।

ঢাকা/মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়