ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাংবাদিক বানানোর কথা বলে টাকা হাতিয়ে নিতেন মানিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:২০, ৮ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক বানানোর কথা বলে টাকা হাতিয়ে নিতেন মানিক

তিনটি টেলিভিশন ও একটি পত্রিকায় সাংবাদিক বানানোর কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া আলী আজগর মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সিদ্দেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (৭ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম এমরান খান একথা জানান।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার অপরাধের কথা স্বীকার করেছে। সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি ও বার্তা টিভি এবং আই বার্তা নামে একটি দৈনিক পত্রিকার মালিক ও সম্পাদক বলে তিনি নিজেকে পরিচয় দিতেন। তার উদ্দেশ্য ছিল ভুয়া ওইসব সংবাদ মাধ্যমের কার্ড বিক্রির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া। 

চট্টগ্রামে উত্থান হওয়া এই প্রতারকের বিরুদ্ধে নারী নির্যাতন, যৌন হয়রানি, প্রতারণা, চাঁদাবাজিসহ অন্তত ১০ টি মামলা রয়েছে। তিনি ওইসব মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। 

র‌্যাব আরো জানায়, একের পর এক অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে মানিক দুই বছর আগে ঢাকায় পালিয়ে আসেন। তিনি ভুয়া ও অনুমোদনহীন তিনটি টেলিভিশন চ্যানেল এবং অনুমোদনহীন একটি ভুয়া দৈনিক পত্রিকায় সাংবাদিক বানানোর কথা বলে সারাদেশের অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

মানিক টিভি চ্যানেল ও ভুয়া দৈনিক পত্রিকা খুলে সাংবাদিক বানানোর কথা বলে প্রথমে বিজ্ঞাপন দেন। এতে বিভিন্ন বেকার ও নিরীহ লোকজন তার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয় এবং তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। মানিক তাদের জানায়, সাংবাদিক হতে হলে প্রথমে তাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪ থেকে ৫ হাজার টাকা পাঠাতে হবে। সে কখনো সরাসরি কারো সঙ্গে দেখা করতো না এবং তার অফিস ও বাসার ঠিকানা কাউকে দিতো না। তার কথা বিভিন্ন লোকজন সরল মনে বিশ্বাস করে সাংবাদিক হওয়ার আশায় তাকে টাকা পাঠিয়ে দিতো। 

টাকা পাওয়ার পর  মানিক ওই ব্যক্তিদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতেন না। এভাবে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অসংখ্যা বেকার ও নিরীহ লোকজনকে সাংবাদিক বানানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। 

এছাড়াও  মানিক চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ লোকজন, বিভিন্ন ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া এবং বানোয়াট সংবাদ প্রচারের ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। মানিক এখন পর্যন্ত প্রতারণার মাধ্যমে ৪ থেকে ৫ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 

ঢাকা/মাকসুদ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়