ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারী যান চালানোর লাইসেন্স ছিল না বশিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১৬ এপ্রিল ২০২২  
ভারী যান চালানোর লাইসেন্স ছিল না বশিরের

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. বশিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দুর্ঘটনার পর থেকে বশির পলাতক ছিল।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১ ও র‌্যাব-৮ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন থানাধীন বালচুর এলাকায় অভিযান চালিয়ে বশিরকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, ১৪ এপ্রিল এনামুল হক (৪৫), হনুফা (৪৫) এবং অনিক (১৮) রাজধানীর রায়েরবাজার থেকে উত্তরায় যাওয়ার সময় উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের উত্তর পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। দুর্ঘটনার পর পালিয়ে যায় কাভার্ডভ্যানের চালক বশির। ভারী যানবাহনের চালানোর লাইসেন্স না থাকলেও বশির ৪ বছর ধরে কাভার্ডভ্যান চালাচ্ছিল।

কাভার্ডভ্যানের মালিক মো. জাকির দুর্ঘটনার পর থেকেই পলাতক আছেন।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়