ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই আইটি ইঞ্জিনিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৩ মে ২০২২  
সেই আইটি ইঞ্জিনিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের বসতি হাউজিং থেকে নিখোঁজ হওয়া আইটি ইঞ্জিনিয়ার নাঈম খানকে সরকারি নথি চুরির অভিযোগে গ্রেপ্তার দেখিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ওসি (তদন্ত) তাসলিমা আক্তার রাইজিংবিডিকে বলেছেন, ‘নাঈম কিছু সরকারি ডকুমেন্ট চুরি করেছেন। এ অভিযোগে তাকে প্রথমে ক্যান্টনমেন্ট এলাকায় আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।’

পুলিশ জানায়, গ্রেপ্তারের পরপরই নাঈম খানকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, নাঈম খান একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইটি ইঞ্জিনিয়ার। ১৫ এপ্রিল আসরের নামাজ পড়তে বসতি হাউজিংয়ের বাসা থেকে বের হন তিনি। কিন্তু, নামাজ শেষে তিনি আর বাসায় ফেরেননি। ঘটনার ১৫ দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাঈমের সন্ধান দিতে না পারায় তার স্ত্রী মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়