ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্ট্যাম্প জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২১ মে ২০২২  
স্ট্যাম্প জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

র‌্যাব ও এনএসআই’র যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল থেকে স্ট্যাম্প জালিয়াতি চক্রের মূল হোতা ফরমান আলী সরকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্প ও কার্টিজ পেপার জব্দ করা হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (২০ মে) মতিঝিলে অভিযান চালিয়ে ফরমান আলী সরকার, তুহিন খান, আশরাফুল ইসলাম এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভেনিউ স্ট্যাম্প বিক্রি করছিল। ফরমান আলী সরকার ভেন্ডার হিসেবে পরিচয় দিলেও তার কাছে পাওয়া স্ট্যাম্প সম্পর্কে সঠিক হিসাব দেখাতে ব্যর্থ হয়েছে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়