ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদক মামলায় একজনের ১১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৫ মে ২০২২  
মাদক মামলায় একজনের ১১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে মাদক মামলায় আব্দুল গণি  (৬৯) নামে এক ব্যক্তিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল গণি জেলার কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে চর মার্টিন গ্রামের শাহ আলম ভান্ডারীর পোলের গোড়া থেকে ১৪৪ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আবদুল গণিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন  কমলনগর থানার এসআই অনিমেষ মন্ডল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল গাণির বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে আব্দুল গণিকে কারাগারে পাঠানো হয়। এরপর জামিন পেয়ে মুক্ত হয়ে পালিয়ে যান আব্দুল গণি। 

২০১৮ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে  এ রায় ঘোষণা করেন।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়