ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ মে ২০২২   আপডেট: ১৪:৩৯, ২৬ মে ২০২২
আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার  

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ২৫ মে রাতে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার দুজন হলেন, মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনায়েদ। এসময় তাদের কাছ থেকে ৫টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করত। তারা আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ এবং টেলিগ্রাম অ্যাপসে জিহাদী ফি সাবিলিল্লাহ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করত। রাজু এই চ্যানেলের এডমিন। এছাড়া, তারা এই চ্যানেল ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলো।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়