ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২২ জুন ২০২২  
শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রফিকুল ইসলাম মাদানী

রাজধানীর তেজগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন। আগামি ১৮ জুলাই চার্জশুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১১ এপ্রিল মো. মামুন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ৩১ অক্টোবর রফিকুল ইসলাম মাদানীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার এন্ড স্যোশাল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহা. আবুল কালাম আজাদ।

এই আদালতে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল ও গাজীপুরের গাছা থানার একটি করে মামলা বিচারাধীন রয়েছে। মামলা দুটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
 

ঢাকা/মামুন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়