ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৩ জুন ২০২২  
রাজধানীতে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) সকালে খিলগাঁওয়ে আনসার-ভিডিপি হেড কোয়ার্টারের সামনে মা মনি অটো ওয়ার্কসশপের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মো. আব্দুল্লাহর দেহ তল্লাশি করে করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে চায়ের বাড়ি নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মো. কামরুজ্জামান সরদার ও আহসান হাবিবের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ‘ওই কারবারিরা টেকনাফ ও সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়