ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্যামলীতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৬ আগস্ট ২০২২   আপডেট: ১৬:১৮, ৬ আগস্ট ২০২২
শ্যামলীতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

ছবি: রাইজিংবিডি

রাজধানীর শ্যামলীতে পেট্রোল ও ডিজেলসহ জালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। 

শনিবার (৬ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছিল। মিছিল থেকে পুলিশের একটি গাড়ি আটকিয়ে ভাঙচুর হয়েছে বলে শুনেছি। তবে কোন থানার গাড়ি ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাইনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার পর শ্যামলী শিশু মেলার সামনে বিক্ষুব্ধ মানুষজন জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে এবং ভাঙচুর করে।

ঢাকা/মাকসুদ/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়