ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে জার্মানির নাগরিকের লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৭ আগস্ট ২০২২  
রাজধানীতে জার্মানির নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জার্মানির এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কলগার (৫৫) নামের ওই ব্যক্তি বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

রোববার (৭ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির ষষ্ঠ তলা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কলগার ১৪ বছর ধরে লনসাম ট্রাভেলস নামের এক ট্যুর আয়োজক কোম্পানিতে টুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। অবিবাহিত কলগার বাংলাদেশে একাকি বাস করতেন। জুয়েল নামের এক বাংলাদেশি যুবক তার বাসায় কাজ করতেন। জুয়েল চার দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে যান। তবে, ফোনে কলগারের সঙ্গে যোগাযোগ ছিল জুয়েলের। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে কলগার আর মেসেজ সিন করেনি বা ফোন ধরেনি। ঢাকায় ফিরে ভোর ৬টার দিকে বাসার দরজা খুলে কলগারের ঝুলন্ত লাশ দেখতে পান জুয়েল।

কলগারের বাসা থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিভাবে কলগারের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়