ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলা: ক্লিনিকের রিসিপশনিস্ট কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১২ আগস্ট ২০২২  
সাংবাদিকের ওপর হামলা: ক্লিনিকের রিসিপশনিস্ট কারাগারে

রাজধানীর কামরাঙ্গীরচরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়ার ওপর হামলার মামলায় গ্রেপ্তার এসপিএ ক্লিনিকের রিসিপশনিস্ট রহমতুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (নিরস্ত্র) মোস্তফা আনোয়ার। এদিকে, আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মো. হাবিব।

আদালত জামিন শুনানির তারিখ আগামী ১৪ আগস্ট ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কামরাঙ্গীরচর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে রহমতুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গ্রেপ্তার ডা. এইচএম উসমানী, মো. আবুল হাসনাত সুমন, মো. রাসেল হাওলাদার ও ডা. ডি এম এ আবু জাহিদের গত ১০ আগস্ট তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত মঙ্গলবার কামরাঙ্গীরচরে এসপিএ ক্লিনিকের ভুয়া চিকিৎসক ও হাসপাতালের অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়ার ওপর এ হামলা করা হয়। ক্লিনিকটির মালিক উসমানীর নেতৃত্বে ১৫-২০ জন তাদের ওপর এ হামলা করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা করেন হাসান মিসবাহ।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়