ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুপ্রিম কোর্টে আটক ৫: একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২২  
সুপ্রিম কোর্টে আটক ৫: একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আটক করা পাঁচ যুবকের মধ্যে একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মো. শরীফুজ্জামান রাজিব নামের ওই যুবককে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। বাকি চারজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ছেড়ে দেওয়া চার যুবক শিক্ষানবীশ আইনজীবী। তাদের কাছে অস্ত্র পাওয়া যায়নি। তবে, রাজিবের কাছে ধারালো অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এতে মৎস্য ও পরিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে পাঁচ যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো ছুরি ও কাফনের কাপড় জব্দ করা হয়।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়