ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:৪৭, ৭ আগস্ট ২০২৪
বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে হাইকোর্ট

বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। সুবিধাজনক উপায়ে সীমিত আকারে সরাসরি বা ভার্চুয়ালি চলবে এ কার্যক্রম।

বুধবার (৭ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে সরাসরি বা ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়