মাদারীপুর জেলা আ.লীগ সভাপতি কুমিল্লায় আটক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৪
আটক শাহাবুদ্দিন আহমেদ
ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবির সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, তাকে থানায় সোপর্দ করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/মাকসুদ/সাইফ/