উত্তরা থেকে ইয়াবাসহ খবির গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উত্তরা এলাকা থেকে এস এম খবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, খবির উদ্দিন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল।
মাকসুদ/এনএইচ