ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

যাত্রাবাড়ী থানার ওসি ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪
যাত্রাবাড়ী থানার ওসি ৭ দিনের রিমান্ডে

আদালতে আবুল হাসান। ছবি: রাইজিংবিডি

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র সাকিব হাসান নিহতের মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আরো পড়ুন:

শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

১৬ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে পুলিশ আবুল হাসানকে গ্রেপ্তার করে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোডে গত ১৮ জুলাই বিকেলে গুলিতে ও মারপিটে মারা যান সাকিব হাসান। এ ঘটনায় তার স্বজন আবু বক্কর ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়