ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

দুই মামলায় সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২ অক্টোবর ২০২৪  
দুই মামলায় সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয়। নবাবগঞ্জ থানায় করা মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সোহেল মিয়া। আর দোহার থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ওমর ফারুক।

সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

শুনানি শেষে আদালত নবাবগঞ্জ থানার মামলায় তার চারদিন এবং দোহার থানার মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৫ আগস্ট সকাল ১০ টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। আর ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়