ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৫, ৪ নভেম্বর ২০২৪
আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট 

রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে এ কার্যক্রম শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়। 

ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার,  সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই শিফটে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথমে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয়বারে রাত ১২টা থেকে ৭টা পর্যন্ত পরিচালনা করা হবে। 

বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী এবং ঢাকায় প্রবেশকারী সব যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়