ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

তাপসের মায়ের অভিযোগ

‘শেখ হাসিনা ১২ বছর আমাকে একা করে দিয়েছে’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৫, ৬ নভেম্বর ২০২৪
‘শেখ হাসিনা ১২ বছর আমাকে একা করে দিয়েছে’ 

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের মা মেহের নিগার চঞ্চল অভিযোগ করে বলেছেন, ‘‘শেখ হাসিনা সরকারের সময় ২০১২ সালে ‘বিগ শো’ নামে ‘এটিএন বাংলা’র প্রোগ্রাম থেকে তাপসকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাপস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। এই ১২ বছরে তাপসের সঙ্গে আমার ১২ বার দেখা হয়নি। তখন থেকে আমাকে একা করে দেয়া হয়েছে।’’

বুধবার (৬ নভেম্বর) তাপসকে আদালতে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আজ উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাপসের সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। 

মেহের নিগার বলেন, ‘আমার পাঁচটা বইয়ে এ বিষয়ে আমি লিখেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছি- অনেক দিন তো আপনার কাছে রেখেছেন। এবার আমার ছেলে তাপসকে ফিরিয়ে দেন।’ 

তিনি আরো বলেন, ‘আমার ছেলেকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে কখনোই এ ধরনের কাজের সঙ্গে জড়িত হতে পারে না। আমি মা হিসেবে গ্যারান্টি দিচ্ছি। তদন্ত না করে, গড়ে যদি সবাইকে এক পাল্লায় মাপা হয়, সেটি আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সত্য ঘটনা সুন্দর করে তুলে ধরবেন।’

‘শেখ হাসিনার সঙ্গে থাকার কারণে যদি অপরাধ হয়, তাহলে আমি বলবো, এক বছর আগেও আয়না ঘর কাকে বলে- আমার ধারণা ছিল না। আমার ছেলেকে শেখ হাসিনা হাতের মুঠোয় রেখেছে। আমার ছেলে যদি বিপজ্জনক হয়েই থাকে, আপনাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী।’

এ সময় মেহের নিগার শেখ হাসিনার বিরুদ্ধে ১২ বছর লড়াই করেছেন এবং ১৯৭৪ সালে আওয়ামী লীগ ত্যাগ করেছেন বলেও জানান।  
গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

ঢাকা/মামুন//


সর্বশেষ

পাঠকপ্রিয়