ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৬ নভেম্বর ২০২৪  
এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের  সাথে ধাক্কা লেগে প্রাণ গেল দুই কলেজছাত্রের। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে সায়েম মিয়া (১৮) ও শ্রীমঙ্গলের বাসিন্দা অমিত সূত্রধর (১৮)। তারা দুইজনই কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের শিক্ষার্থী। আহত বাকি দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে এক শিশু সিটকে রাস্তায় পড়ে যায়। এসময় শিশুকে রক্ষা করতে গিয়ে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১) ও শওকত দেব (১৭)। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর অমিত সূত্রধরও মারা যান। 

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়