ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুপুর পর্যন্ত অবরোধ শিথিল

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুপুর পর্যন্ত অবরোধ শিথিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনের জন্য মুক্তিযোদ্ধা  সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে শনিবার বিকেল ৩টার শাহবাগেই তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মামুন।

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। সড়ক অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল স্বাভাবিক না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত হওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়