ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিজড়াদের স্বাবলস্বী করতে পাথওয়ের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিজড়াদের স্বাবলস্বী করতে পাথওয়ের উদ্যোগ

সমাজের অন্য সবার মতো ওরাও মানুষ। যাদেরকে আমরা হিজড়া হিসেবে চিনি। তৃতীয় লিঙ্গের এমন মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম বৃহত্তর বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

হাত পেতে রোজগার থেকে স্বাবলম্বী করতে হিজড়াদের জন্য ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল।

সোমবার মিরপুর বিআরটিএ’র পিছনে বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেটে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে গিয়ে দেখা যায় হিজরাদের সাথে আলাপচারিতায় ব্যস্ত পাথওয়ে নির্বাহী পরিচালক মো. শাহিন।

তিনি জানান, দক্ষ প্রশিক্ষক দ্বারা মোটর ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে দক্ষ চালক হিসেবে তৈরি করা হবে। যেন তাঁরা কেউই সমাজে অবহেলিত না থাকে। কেউ যেন তাদের নিয়ে হাসিঠাট্টা বা তিরস্কার করতে না পারে।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেক অংশগ্রহণকারী হিজড়াকে দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাড়া প্রদান করবে প্রতিষ্ঠানটি। তাছাড়া প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ড্রাইভিং লাইসেন্সের ফিও প্রদান করবে পাথওয়ে।

পাথওয়ের নির্বাহী পরিচালক বলেন, হিজড়া বা তৃতীয় লিঙ্গ যারা তারা আমাদেরই কারো না কারো ভাই-বোন। তাই ওদের জীবনমানের পরিবর্তনে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ওরা যেন প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারো কাছে যেন হাত বাড়াতে না হয়।

পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে হিজড়াও আমাদের সমাজ বা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তাদের যোগ্য করে গড়ে তোলা যায়। এই আত্মবিশ্বাস থেকেই পাথওয়ে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যেমন: ড্রাইভিং, সিকিউরিটি গার্ড, সেলাই, বিউটিশিয়ানসহ বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। পাথওয়ে তাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে পাথওয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘পাইলট কেয়ার’ অ্যাপস্ এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে ড্রাইভিং এর কাজ দিয়ে থাকে।

ভিক্ষাবৃত্তি নয়, হিজড়াদেরও চাই কর্মে যুক্ত হবার মনোবৃত্তি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানান পাথওয়ের নির্বাহী পরিচালক।

 

ঢাকা/নূর/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়