ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্যারাবেন যুক্ত শ্যাম্পুর ক্ষতিকর দিক

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ০৫:৫৪, ৩০ আগস্ট ২০২০
প্যারাবেন যুক্ত শ্যাম্পুর ক্ষতিকর দিক

ঝলমলে চুল সবারই কাম্য। কিন্তু চুল কমতে শুরু করলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এজন্য স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে নিতে হয় সঠিক যত্ন। চুলের সজীবতা ধরে রাখতে প্রায় প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করে থাকেন। শ্যাম্পু ছাড়া চুল পরিষ্কার করার কথা যেন ভাবাই যায় না। কিন্তু চুলের যত্নে সব শ্যাম্পু উপকারি নয়। কারণ কিছু শ্যাম্পু ব্যবহারে সাময়িকভাবে চুল ঝলমল করলেও তাতে থাকে প্যারাবেন নামক উপাদান, যা চুলের ক্ষতি করে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্যারাবেন হলো জেনোস্ট্রোজেন। অর্থাৎ মানবদেহে বিদ্যমান হরমোনের মতোই এর রাসায়নিক গঠন। মূলত শ্যাম্পুতে পানি থাকার কারণে এগুলোতে সহজে ব্যাক্টেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে পারে। তাই শ্যাম্পু লং লাস্টিং করার জন্য প্রিজারভেটিভ হিসেবে শ্যাম্পুতে প্যারাবেন ব্যবহার করা হয়। প্যারাবেন মহিলাদের ইস্ট্রোজেন হরমোন উৎপাদনের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যার ফলে এটি তাদের প্রজনন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

এছাড়া এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে হতে পারে স্তন ক্যানসারও। কারণ গবেষকদের দাবি—ব্যাক্টেরিয়া নাশক প্যারাবেন যৌগগুলো ক্যানসারের কারণ হতে পারে। ক্যানসার আক্রান্ত টিউমারের সঙ্গে এই প্যারাবেনের সরাসরি সংযোগ রয়েছে। আমেরিকার বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন প্যারাবেনযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে শরীরে ভীষণ ক্ষতি হতে পারে। ক্যানসার এবং ত্বকের অ্যালার্জির জন্যও দায়ী হতে পারে। শ্যাম্পু যখন ত্বকের সংস্পর্শে আসে, তখন প্যারাবেন ত্বকের মাধ্যমে দেহের ভেতর প্রবেশ করে এবং রক্তকণিকার সঙ্গে মিশে যায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতের ডারমাটোলজিস্ট ও কসমো ফিজিশিয়ান ড. মাধুরি আগরওয়াল বলেন—প্যারাবেন হরমোনের কাজ ব্যাহত করে। এর ফলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়াও রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, ইমোউনটক্সিসিটি ও নিউরোটক্সিসিটির সম্ভাবনা বাড়ে।

শ্যাম্পুর লেবেল ঘাঁটলেই প্যারাবেন নামক রাসায়নিক যৌগর উপস্থিতি পাওয়া যায়। তাই চুলের যত্নে শ্যাম্পুর ব্র্যান্ড নয়, উপাদান দেখে কেনা উচিত। প্রোডাক্টের লেবেলে মিথাইল-প্যারাবেন, প্রোপাইল-প্যারাবেন, ইথাইল-প্যারাবেনসহ বিভিন্ন প্রকার প্যারাবেন লেখা দেখলে প্রোডাক্টটি ব্যবহার না করাই ভালো। বর্তমানে বাজারে অনেক বিক্রেতারা ঘোষণা দিয়ে প্যারাবেনমুক্ত কসমেটিকস বিক্রি করছেন। তাদের দাবি, ক্ষতিকারক প্যারাবেনমুক্ত কসমেটিকস সচেতন ক্রেতারা নিজের প্রয়োজনেই খুঁজে নেন।

 

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়