RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২০ ||  আশ্বিন ১৫ ১৪২৭ ||  ১২ সফর ১৪৪২

ঢাকায় ওয়েস্টার্ন ‘কাউবয়’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৫:৫৪, ৩০ আগস্ট ২০২০
ঢাকায় ওয়েস্টার্ন ‘কাউবয়’

‘কাউবয়’ শব্দটা শুনলে প্রথমেই যে দৃশ্যটা মনে পড়ে তা হলো—বড় আকারের লম্বা শিংয়ের গরুর পাল নিয়ে আসছে একদল বালক। তাদের সামনে একজন বসে আছেন ঘোড়ার পিঠে। তার এক হাতে রাইফেল অন্য হাতে দড়ির গোছা।

আপনি চাইলে ঢাকায় বসেও এমন ‘কাউবয়’ অনুভূতি নিতে পারেন রেস্তোরাঁ ‘কাউবয় কিচেন’-এ গিয়ে। ভোজন রসিকদের জন্য গত ২৮ আগস্ট ঢাকার টিকাটুলির হাটখোলা রোডে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়েছে।

সুন্দর পরিবেশে আড্ডা দেওয়ার পাশাপাশি সঙ্গে আছে সু-স্বাদু সব ফাস্ট ফুড। খাবারের মধ্যে আছে—পিজ্জা, বার্গার, পাস্তা, ফ্রেন্স ফ্রাই, রাইস মিল, সালাদ, চওমিন, স্যুপ, ড্রিংকস, ডেজার্ট এবং কফি।

রেস্তোরাঁটির উদ্যোক্তা হোসাইন লিমন মোকারম। তিনি বলেন— রান্নার প্রতি ভালোবাসা থেকেই রেস্টুরেন্টির সৃষ্টি। কাউবয় কিচেনে খাবারের সর্বোচ্চ মান বজায় রেখে সাধ্যের মধ্যে দাম রেখে খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়