ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকা চুল ঢাকা যাবে ১০ টাকায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৮, ১৯ জানুয়ারি ২০২১
পাকা চুল ঢাকা যাবে ১০ টাকায়

দেশের অন্যতম সেরা এফএমসিজি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ তাদের প্রোডাক্ট লাইনে নতুন একটি পণ্য ‘চিক হারবাল হেয়ার কালার’ নিয়ে এসেছে। 

পাউডারভিত্তিক হেয়ার কালারটি আমলকি, মেহেদী ও জবার নির্যাসের মিশ্রণে তৈরি, যা চুলের যত্নে ব্যবহৃত অত্যন্ত সুপরিচিত উপাদান। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই হারবাল পণ্য চুলকে দেবে দীর্ঘস্থায়ী গ্রে কভারেজ ও প্রাকৃতিক কালো রং। হেয়ার কালারটিতে চুলের জন্য ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া ব্যবহার পরিহার করা হয়েছে। ‘জিরো অ্যামোনিয়া’র এই হারবাল হেয়ার কালার ব্যবহার করে পাকা চুল দারুণভাবে ঢাকা যাবে।

এ প্রসঙ্গে কেভিনকেয়ার বাংলাদেশ-এর বিজনেস হেড অরুণ চাকো বলেন, ‘মাত্র ১০ টাকা মূল্যে চিক হারবাল হেয়ার কালার নিয়ে আসার মাধ্যমে কেভিনকেয়ার বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে নিরাপদ পণ্য সরবরাহের ঐতিহ্য ধরে রেখেছে। পণ্যটি বাজারে নিয়ে আসার আগে ব্যবহারভিত্তিক জরিপ এবং পরীক্ষা করা হয়েছে।’

৫ গ্রাম ওজনের এই স্যাশে হেয়ার কালারটি নিকটস্থ দোকান, ই-কমার্স প্ল্যাটফর্ম সহ সর্বত্র পাওয়া যাবে।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়