ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতা কাটাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৩ মে ২০২১   আপডেট: ১৫:৩৭, ১৩ মে ২০২১
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতা কাটাতে যা করবেন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শারীরিকভাবে সেরে ওঠার পরও নানা ধরনের সমস্যায় ভুগছেন রোগীরা। অনেকে শারীরিক দুর্বলতা এবং ক্লান্তির অভিযোগ করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার ধকলে ভীষণ রকম ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা, কোনো কিছু ভালো না লাগা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারার মতো সমস্যা দেখা দেয়। এরকম পরিস্থিতিতে সম্পূর্ণ সুস্থতার দ্রুত উপায় হলো, পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিনের রুটিনে কিছু প্রয়োজনীয় টিপস ফলো করা।

ভারতের গুজরাটের আয়ুবের্দিক চিকিৎসক দীক্ষা ভাবসারের মতে, করোনা থেকে সুস্থ হওয়ার পর স্বাস্থ্য বিধিগুলো বজায় রাখার পাশাপাশি পুষ্টি, ফিটনেস এবং সামগ্রিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। করোনা-পরবর্তী স্বাস্থ্য সহায়তায় বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে-

* করোনার ধকলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই হালকা ব্যায়াম দিয়ে ফিটনেস চর্চা শুরু করতে হবে। ধীরে হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে প্রতিদিন শরীরচর্চা করলে শরীর ও মন উভয়েই উপকৃত হবে। কঠিন ব্যায়াম দিয়ে শরীরচর্চা শুরু করবেন না, এমন ব্যায়ামে অভ্যস্ত হোন যা আপনার কাছে সহনীয় মনে হয়।

* প্রতিদিন সকালে ৩০ মিনিট সূর্যের আলোতে সময় কাটান।

* একটা খেজুর, কিছু কিসমিস, দুটো কাজুবাদাম, দুটো আখরোট পানিয়ে সারারাত ভিজিয়ে রেখে সকালে খান।   

* হালকা ও সহজে হজম হয় এমন খাবার খান। অতিরিক্ত চিনি, ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

* মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে খান।

* সপ্তাহে ২/৩ বার সজনে পাতার স্যুপ উপকারী।

* দিনে দুইবার জিরা-ধনিয়া-মৌরির চা পান করুন, খাবার খাওয়ার ১ ঘণ্টা পর।

* সঠিক ও সুষম খাবার গ্রহণ করুন। প্রচুর পানি ও তরল খাবার খান।

* প্রতি রাতে তাড়াতাড়ি ঘুমান। ডা. দীক্ষার মতে, আপনি যত ভালো ঘুমাবেন, তত দ্রুত নিরাময় লাভ করবেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়