ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অবিলম্বে শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবিলম্বে শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি দাবি

অবিলম্বে শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।   

বৃহস্পতিবার সংগঠনটির ইনচার্জ ভট্টাচার্য সোমা এক বিবৃতিতে জানান, “বাউল গান আমাদের দেশের লোকজ সংস্কৃতির মূল্যবান অংশ। বাউল গানের চর্চা ও প্রসারে যারা যুক্ত আছেন তাদের উপর আক্রমণ বাস্তবে এই সংস্কৃতির উপর আক্রমণ”।

তিনি আরো বলেন, “আমরা লক্ষ্য করছি বাউল সম্প্রদায়ের উপর এই আক্রমণ ও তাদের হেনস্তা করা  ধারাবাহিকভাবে চলছে নানাভাবে। এসব ঘটনার কোন বিচার হচ্ছে না”।

তিনি অবিলম্বে শরিযত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসাথে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ নির্মাণে সরকারের কাছে দাবি জানান।

 
ঢাকা/সুস্মিতা রায় সুপ্তি/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়