ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সংবাদ সংগ্রহের সময় হামলার প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য মানববন্ধনে বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, দেশ এগিয়ে যাচ্ছে। সব জায়গায় উন্নয়ন হচ্ছে। কিন্তু সাংবাদিকরা ভালো নেই। আমরা সবার কথা বলি, অথচ আমাদের কথা বলার কেউ নেই।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাংবাদিকের ওপর হামলার একের পর এক ঘটনায় দেশ আজ বিস্মিত। সাংবাদিক সমাজকে অরক্ষিত রেখে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি আপনারা যদি মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখবেন, তা পারবেন না। ’

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেন, ‘যাদের পক্ষে নিউজ যায় না, তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এরা একেক সময় একেক দলের নাম বিক্রি করে সন্ত্রাস ও দুর্নীতি করে। এরা রাষ্ট্রের দুর্বৃত্ত। ’

 

ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়