ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণমাধ্যমকে শতভাগ সহায়তা দেয়া হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণমাধ্যমকে শতভাগ সহায়তা দেয়া হবে: পরিকল্পনামন্ত্রী

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য গণমাধ্যমকে সম্পূর্ণ, সার্বিক ও শতভাগ সহায়তা দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব‌্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরা অনুসন্ধানী রিপোর্ট করুক। আমরা চাই তথ্যের অবাধ প্রবাহ। এতে আমরাই লাভবান হবো। এর ভোক্তাতো আমরাই। আপনারা রিপোর্ট করেন, আমরা শতভাগ সহায়তা দেবো।’

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য, সবাই উন্নয়ন চায়। গ্রামাঞ্চলের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষও উন্নয়ন দেখতে চায়। তারা কথায় না, চোখে উন্নয়নের চিত্র দেখতে চায়। আপনারা বালিশ কাণ্ড নিয়ে রিপোর্ট করেছেন, এটা ভালো। রিপোর্টে কিছু চমক থাকতে হয়, নয়তো জনগণ খাবে না।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন, ইআরডি সচিব বেগম ফাতেমা ইয়াসমিন ছাড়াও অনুষ্ঠানে ছিলেন ডিজেএফবির সভাপতি এফ এইচ এম হুমায়ন কবীরসহ সংগঠনের অন্যান্য নেতা এবং সদস্যরা।


ঢাকা/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়