ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে ভালো কাজ সম্ভব’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে ভালো কাজ সম্ভব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে নির্ভয়ে ভালো কাজ সম্ভব।

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার ৮৯তম জন্মদিন উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মূসা-সেতারা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ‘মানবাধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামে স্মারক বক্তব্য দেন তিনি।

আসিফ নজরুল বলেন, গণমাধ্যম কোনো বিচ্ছিন্ন সমাজ নয়। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু ব‌্যর্থতা থাকলে সংবাদপত্রও এর থেকে মুক্ত হতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক অধ্যাপক রুবায়েত ফেরদৌসের উপস্থানায় ও সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবিএম মূসার বড় মেয়ে মরিয়ম সুলতানা মূসা রুমা, কনিষ্ট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন মূসা, নাত বউ নিশফা সাঈদ, মেয়ে জামাতা ব্যারিস্টার আফতাব উদ্দিন প্রমুখ। এসময় এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এবিএম মূসা ছিলেন একজন নির্ভিক সাংবাদিক। তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি সত্যটা বলতে পারতেন। যেটা আমরা বলতে পারি না।’


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়