ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধরতে হবে এটা সাংবাদিকতা নয়: বুলবুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধরতে হবে এটা সাংবাদিকতা নয়: বুলবুল

টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল বলেছেন, মানুষ ইনফেরমেশন হাঙ্গার, তথ্য জানতে চায়। অনলাইন নিউজ পোর্টালের দায়িত্ব হচ্ছে ওই জায়গাটায়।

বুধবার রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে জানুয়ারি মাসের সেরা লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতার ধরন দিনে দিনে পরিবর্তন হচ্ছে। চল্লিশের দশকে যখন রেডিও আসল, তখন অনেকে মনে করেছিল পত্রিকার ভবিষ‌্যৎ শেষ। এরপর রেডিও  আসল, তখন মনে করা হতো মানুষ আর পত্রিকা পড়বে না। শুধু রেডিও শুনবে। এরপর আসল টেলিভিশন। আমাদের দেশে টেলিভিশন এসেছে ‘৬৯ এর দিকে, সাদাকালো। দুই সামরিক শাসকের সময় দুই ধরনের টিভি আসল। আইয়ুব খানের শাসনামলে সাদাকালো টিভি আসল। আর জিয়াউর রহমানের সামরিক শাসনামলে রঙিন টেলিভিশন আসল। তখন সবাই বলল, এখন সবাই দেখবে ও শুনবে। অনলাইন যখন আসল তখন সবাই বলল পত্রিকা পড়বে না, রেডিও শুনবে না, টেলিভিশন দেখবে না। কারণ সব তো হাতের মুঠোয়। কিন্তু মোটামুটি সবই টিকে আছে।

‘মানুষ ইনফেরমেশন হাঙ্গার, তথ্য জানতে চায়। অনলাইন নিউজ পোর্টালের দায়িত্ব হচ্ছে ওই জায়গাটায়। যেটা টেলিভিশনে সন্ধ্যায় ৭টায় প্রচার হবে, পত্রিকায় পরের দিন প্রকাশ হবে, আপনি এক মুহূর্তে প্রকাশ করতে পারবেন অনলাইনে।’

মনজুরুল আহসান বুলবুল বলেন, তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করতে গিয়ে বিপদ আছে। ডেটলাইন ও ডেডলাইন মেনে কাজ করতে হয়। এখন টাইমলি নিউজ দিতে যদি ভুল সংবাদ দেন, তাহলে সেটি বাজে। আবার খুব শুদ্ধ সংবাদ করে, কিন্তু ডেডলাইন পার হলো- তাহলে আবার হবে না।

‘সেক্ষেত্রে আমি মনে করি, যারা ট্রেডিশনাল মিডিয়ায় অর্থাৎ টেলিভিশন ও পত্রিকায় কাজ করেন, তাদের চেয়ে অনলাইন সাংবাদিকদের দায়িত্ব ও তাৎক্ষণিকতা অনেক বেশি।’

দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধরতে হবে- এটা সাংবাদিকতা নয়। বিশদ বিষয় নিয়ে যখন কাজ করবেন, তখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আসতে পারে, তখন তার নাম লিখুন। কিন্তু শুরুতেই কাউকে দোষ চাপিয়ে দিবেন- এটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়।’

তিনি বলেন, ‘ওয়ালটন বড় ব্র্যান্ড। ওয়ালটনের তরুণ তুর্কি যারা ওয়ালটনকে গড়ে তুলেছে, তাদের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন আমরা দুরকম ভেবেছিলাম। এরা স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে? নাকি অন্য বড় ব্যবসায়ীদের চাপে হারিয়ে যাবে? তরুণদের হাত ধরে ওয়ালটন এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে চলে গেছে।’

‘আমি কয়েক বছর আগে জার্মানিতে গিয়েছিলাম। সেখানেও গিয়ে ওয়ালটনের নাম শুনলাম। এরকম একটি প্রতিষ্ঠান অনলাইন পত্রিকা চালায়। এর ভালো দিক হলো- বড় ইনভেস্টর এখানে এসেছে। এতে সাংবাদিকরা স্বাচ্ছন্দ‌্যে কাজ করতে পারবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ, নির্বাহী সম্পাদক তাপস রায়, উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী নীল হুরেজাহান।

অনুষ্ঠানে জানুয়ারি মাসের সেরা প্রতিবেদক, জেলা প্রতিনিধি, সাব এডিটর, ফিচার ও ক্যাম্পাস লেখকদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেয়া হয়।

পড়ুন :

 

ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়