ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়ালো

করোনাভাইরাসে ৭৩টি গণমাধ্যমে আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে একজন সাংবাদিক করোনাভাইরাসে মারা গেছেন।  করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন সংবাদিক।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মোট ২১১ জন গণমাধ্যমকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মৃত্যুবরণ করেছেন একজন।  উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছেন তিনজন সংবাদিক।  আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৫ জন।

গণমাধ্যমে করোনায় আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজ রাখছে আমাদের ‘গণমাধ্যম আমাদের অধিকার’ নামে একটি ফেসবুক গ্রুপ।  গ্রুপের অ্যাডমিন ও নিউ এজ পত্রিকার সাংবাদিক আহম্মদ ফয়েজ বলেন, মোট করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীদের মধ্যে ১৮৬ জন ঢাকায়।  ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৫ জন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়।

 

নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়