ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পর্যটন ফেলোশিপ পেলেন ১০ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্যটন ফেলোশিপ পেলেন ১০ সাংবাদিক

এ বছর পর্যটন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের জন্য বিভিন্ন গণমাধ্যমের ১০ জন সাংবাদিককে পর্যটন ফেলোশিপ-২০১৯ দেয়া হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এর আয়োজনে তাদের ফেলোশিপ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, গণমাধ্যমই পারে বাংলাদেশকে বিশ্বে ইতিবাচক হিসেবে তুলে ধরতে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। পর্যটন প্রসারের জন্য এ বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিশ্বের মানুষ যেন ইতিবাচক ধারণা পায় সেভাবে আমাদের ভালো বিষয়গুলো সংবাদমাধ্যমে নিয়ে আসতে হবে।

মাহবুব আলী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা ভালো বলেই এখন জাপান, ভারতসহ বিভিন্ন দেশের ট্যুর অপারেটররা আমাদের দেশে পর্যটক পাঠাতে আগ্রহী। হলি আর্টিজানের ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ আমাদের দেশে ভ্রমণ অ্যালার্ট জারি করেছে। সেই অ্যালার্টগুলো দূরীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে সম্মিলিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজ সারা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নিতে আমাদের সবার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মহিবুল হক।

অনুষ্ঠানে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, টোয়াব এর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রফিউজ্জামান, আটাব এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ।

এ বছরের ফেলোশিপপ্রাপ্তরা হলেন– ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার, দৈনিক সমকালের কামরান সিদ্দিকী, দৈনিক ইনকিলাবের হাসান সোহেল, চ্যানেল টোয়েন্টিফোরের মাহফুজ কামাল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আশিক হোসেন, এস এ টিভির এম এম বাদশা, বাংলাদেশ টেলিভিশনের খালিদ আহসান, মাইটিভির রাকিব হাসান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মফিজুল সাদিক ও বার্তা টোয়েন্টিফোরের সেরাজুল ইসলাম সিরাজ।

 

ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়