ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান আর নেই।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য জানান। আবদুল্লাহ মোহাম্মদ হাসান  আরডিজেএ'র সদস্য  ছিলেন।

মিজানুর রহমান জানান, গত ৪ জুলাই জ্বর নিয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় করোনা পজিটিভ আসলে তাকে প্লাজমা দেয়া হয়। পাশাপাশি তার শরীরে বিভিন্ন জটিলতাও ছিল।

আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১৯৪৮ সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ টাইমস, দি ডেইলি স্টার, দি ডেইলি সান, বাংলাদেশ টুডে, নিউ নেশন, দি টেলিগ্রাফসহ বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে কাজ করেন।

প্রায় এক দশকেরও বেশি সময় তিনি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসে বার্তা সম্পাদক ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুল্লাহ মোহাম্মদ হাসান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

ঢাকা/আসাদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়