ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সময়মতো রিপোর্ট দাখিল না করায় ৬ হাউজকে সতর্ক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ৩০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সময়মতো রিপোর্ট দাখিল না করায় ৬ হাউজকে সতর্ক 

সময়মতো নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট দাখিল না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬টি সিকিউরিটিজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ জুলাই) বিএসইসির ৭৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ডিএসইর প্রতিবেদন অনুযায়ী নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট সময়মতো দাখিল না করায় সিনহা সিকিউরিটিজ, ফখরুল ইসলাম সিকিউরিটিজ, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ এবং বানকো সিকিউরিটিজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

ঢাকা/এনটি/বকুল

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়